কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে শিবরাত্রি উৎসব
:—সাধন মন্ডল বাঁকুড়া:—–সারা দেশের সাথে বাঁকুড়ার কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে ধুমধাম এর সহিত পালিত হচ্ছে মহা শিবরাত্রি সকাল থেকে মন্দির প্রাঙ্গণ ভিড় করেছে ভক্তরা। প্রথমেই মহারাজগণ শিবের মাথায় দুধ গঙ্গাজল ঢেলে পুজো দেন তারপর ভক্তরা লাইন দিয়ে সুশৃংখলভাবে পুজো দেন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত সেদিন মন্দির প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সারা রাত্রি ধরে চলে শিবরাত্রি ব্রত উৎসব। এবারের শিবরাত্রি উৎসব দুদিন ধরে পালিত হচ্ছে বলে জানা যায় আজও সারাদিন ধরে চলবে পূজা পাঠ।