কাবুল বিস্ফোরণে কয়েক ঘন্টা আগে ছিলেন গুজরাতি দম্পতি! 

সোমনাথ ভট্টাচার্য ,
‘সাপে লেখা বাঘে দেখা’, কপাল লিখন সে-তো বিধাতার।হ্যাঁ বরাত জোরে দেশে ফিরেছেন এক গুজরাতি দম্পতি। দেশে ফিরবো ভাবতেই পারিনি,কাবুল ফেরত গুজরাতি দম্পতি জানালেন সে কথা।পেশায় ১৫ বছর ধরে আফগানিস্তানে ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন শিবাং দাভে নামে এক ব্যক্তি। যিনি গুজরাটের বিখ্যাত কবি হরীন্দ্র দাভের নাতি।আফগানিস্তানের কাবুলে যেখানে বিস্ফোরণে পঞ্চাশের বেশি নিহত। সেই জায়গাতে কয়েক ঘন্টা আগে ছিলেন গুজরাতি এই দম্পতি। তারা তখন ভারতীয় বিমান ধরবার জন্য কাবুল বিমানবন্দরে একমাত্র গেটে ছিলেন।বিমানবন্দর গামী সমস্ত রাস্তা বন্ধ করে দিয়ে এই রাস্তাতে তালিবানরা পাহাড়ায় ছিল।জিজ্ঞাসাবাদ তল্লাসি পর্ব মিটিয়ে ৮০০ জন ভারতীয় কে নিয়ে রওনা দেয় বিশেষ বিমান । কয়েক ঘন্টা আগে বিস্ফোরণ স্থলে দাড়িয়ে থাকা সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন এই গুজরাতি দম্পতি। 

Leave a Reply