কাবুলে বৃটিশ -আমেরিকানদের হোটেল থেকে সরতে নির্দেশ
সাধন মন্ডল ,
গত ১৫ আগস্ট কাবুল দখল নিয়েছে তালিবান। এতে হিংসার ঘটনা আরও বেড়েছে আফগানিস্তান জুড়ে।এরেই মধ্যে কাবুলে থাকা অভিজাত হোটেল সেরেনা সহ অন্যান্য হোটেল থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যেতে বললো আমেরিকা ও ইংল্যান্ড। মার্কিন ও ব্রিটিশ বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দুই দেশের প্রায় ২৬০০ নাগরিক কাবুল ও সংলগ্ন শহরের হোটেলে রয়েছে। তাঁদের বার্তা দেওয়া হয়েছে, দ্রুত যেন তাঁরা হোটেল ছেড়ে অন্যত্র চলে যান। মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দাদের কাছে খবর, কাবুলের অভিজাত হোটেল সেরেনা-সহ বেশ কয়েকটি নামজাদা হোটেল জঙ্গিদের হিট লিস্টে রয়েছে। সেখানে হামলা হতে পারে।মার্কিন ও ব্রিটিশ সেনারা যখন আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে এবং তালিবান কাবুলের দখল নিচ্ছে সেই সন্ধিক্ষণে কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। যাতে শতাধিক মার্কিন সেনা সহ অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল। গত সপ্তাহেই জুম্মার দিন কাবুলের জনবহুল স্থানের একটি মসজিদে বিস্ফোরণে নহত হয়েছেন শতাধিক। পরপর জঙ্গি হামলা ও বিস্ফোরণে জেরবার তালিবান শাসিত আফগান মুলুক। তার মধ্যেই ফের একবার জঙ্গি হানার আশঙ্কা হোটেলে।তাই দ্রুত হোটেল থেকে সরতে নির্দেশ আমেরিকা ও ইংল্যান্ডের।