কাবুলে আরও বিস্ফোরণ হতে পারে, আশংকা আমেরিকার
ওয়াসিম বারি ,
গত বৃহস্পতিবার সন্ধে কাবুল বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটে।সেখানে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের তালিকায় রয়েছে ১৩ জন মার্কিন সেনা। আহতের সংখ্যা আরও অনেক। এই ধরনের বিস্ফোরণ আরও ঘটতে পারে বলে মনে করছে আমেরিকা। শুক্রবার আমেরিকার সেনাবাহিনীর জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানিয়েছেন – জঙ্গিদের খুঁজে বের করবেই আমেরিকা।এই মুহুর্তে কাবুল বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা সঙ্কটজনক।আমাদের কাছে বিভিন্ন সূত্র এসেছে যে, আরও বিস্ফোরণ হতে পারে ‘। ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা সরাবার হুমকি দিয়ে রেখেছে তালিবান। তবে গত বৃহস্পতিবার সন্ধেবেলায় বিস্ফোরণের দায় নিয়েছে আরেক জঙ্গিগ্রুপ আইসিস। আইসিসের সাথে তালিবানের সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে নিশ্চিত নয় আমেরিকা। এই মুহূর্তে আফগানিস্তানে স্থায়ী সরকার গড়তে ১২ সদস্যর কাউন্সিল গড়ছে তালিবান নেতৃত্ব। তাই তারা যে-কোন নাশকতায় জড়াবেনা তা মনে করছে ওয়াকিবহাল মহল। তাছাড়া তালিবানদের সাথে আইসিসের মতাদর্শ এর বিরোধ রয়েছে দীর্ঘদিনের।