মোল্লা জসিমউদ্দিন টিপু,

কাটোয়া পুলিশের মানবিক মুখ দেখলো শহরবাসী। শহরে ইতস্ততভাবে ঘুরাফেরা  ওড়িশার এক মানসিক প্রতিবন্ধী মহিলা ( ইসরাত পারভীন) কে তাঁর স্বামী সেখ সওকত আলীর হাতে তুলে দিল কাটোয়া থানার পুলিশ। মহকুমা পুলিশ অফিসার কৌশিক বসাক জানিয়েছেন – “ওই ভদ্রমহিলা কে আমাদের পুলিশ কর্মীরা রাস্তায় দেখতে পেয়ে থানায় এনেছিলেন। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় মিসিং ডায়েরি সহ নানান খোঁজখবর নিয়ে উনার স্বামীর হাতে তুলে দিই”। 

Leave a Reply