কাটোয়ায় পুলিশ কন্ট্রোল রুম সহ কার্তিক পুজোর গাইডম্যাপ

মোল্লা জসিমউদ্দিন টিপু,


সোমবার বিকেলে কাটোয়া শহরে জেলা পুলিশের তরফে পুলিশ কন্ট্রোল রুম উদঘাটন হলো। পাশাপাশি আসন্ন কার্তিক পুজো উপলক্ষে গাইড ম্যাপ প্রকাশ করা হলো। কাটোয়ার বিধায়ক তহবিল থেকে ২২ লক্ষ টাকা অনুদানে কাটোয়া থানায় স্থায়ী ভাবে বসলো পুলিশ কন্ট্রোল রুম। এখান থেকে শহরের বিভিন্ন প্রান্তে সিসিটিভি ক্যামেরা দেখে অপরাধ দমনে নজরদারি চালানো হবে বলে জানা গেছে। আজকের এই পুলিশ কন্ট্রোল রুম সহ কার্তিক পুজোর গাইড ম্যাপ  উদঘাটনে ছিলেন স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টপাধ্যায়,  অতিরিক্ত জেলা পুলিশ সুপার ( গ্রামীণ)  ধ্রুব দাস, মহকুমা পুলিশ অফিসার কৌশিক বসাক, কাটোয়া আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় প্রমুখ।  আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাটোয়ার ঐতিহ্য শালী কার্তিক পুজো।

Leave a Reply