কাটোয়ায় অজয় পত্রিকার বিজয়া সন্মিলনী ও কবি সভা
দীপঙ্কর চক্রবর্ত্তী,
রবিবার বিকেলে কাটোয়া মাষ্টার পাড়া দূর্গামন্ডপে ডাঃ আর,এন, মন্ডলের ব্যবস্হাপনায় দীর্ঘদিন ধরে প্রকাশিত অজয় পত্রিকার শারদ সংখ্যা উদ্বোধন,বিজয়া সম্মিলনী ও কবিতা পাঠের আয়োজন হয়।অজয়ের সম্পাদক তারকেশ্বর চট্টরাজ এই পত্রিকার ইতিহাস তুলে ধরেন।কেতুগ্রাম,কাইগ্রাম,মঙ্গলকোট,পূর্বস্হলী,কাটোয়া,কালনা,হিন্দমোটর সহ বিভিন্ন স্হানের ৬০ জন কবি এই দিনের সভায় স্বরচিত কবিতা পাঠ,গান পরিবেশন করেন।উদয়চাঁদ কুন্ডু,এ মতলেব,ভগবাহাদুর সিং,পল্লব চ্যাটার্জী,তাপস বন্দোপাধ্যায়,অশোক দত্ত,অলোক দত্ত,গুরুপ্রসাদ যশ,কালিচরন দে,নন্দিতা চক্রবর্ত্তী,সুদীপ্ত পাল,নিমাই দেবনাথ,স্বপন চক্রবর্ত্তী, স্বপন মজুমদার,অনিল ঠাকুর সহ প্রমুখ কবি লেখকরা হাজির ছিলেন ও কবিতা পাঠ করেন।