কাঁথির সমবায় – ব্যাঙ্ক ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে মামলা
মোল্লা জসিমউদ্দিন ,
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সমবায় নির্বাচনে ফের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে মামলা দাখিল হলো কলকাতা হাইকোর্টে। আগামী শনিবার কাঁথি সমবায় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন রয়েছে । ওই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হন স্বপন বেরা নামে এক ব্যক্তি। জানা গেছে, তিনি ওই সমবায় ব্যাঙ্কের সদস্য। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে । ইতিপূর্বে সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ঘটনা অতীতেও হয়েছে। গত বছরের ডিসেম্বরে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ছিল। ওই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুধু তা-ই নয়, ভোটে কারচুপি রুখতে সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত । এবার ফের কাঁথির অপর এক সমবায় নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিতে মামলা হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আশঙ্কা, -‘ আগামী শনিবার সমবায়ের ভোটের দিন শাসকদল সমর্থিত প্রার্থীরা গোলমাল পাকাতে পারেন’। অশান্তির সম্ভাবনার কথা বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন তিনি।এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর কেন্দ্রীয় বাহিনীর বেড়াজালে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তায় রাখা হয়েছিল আধা সেনা। এ ছাড়াও ১৪টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ৩০০ সিসি ক্যামেরার নজরদারি ছিল। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করেছিল স্থানীয় প্রশাসন। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় জন্য ৬০ থেকে ৮০ জন পুলিশকর্মী মোতায়েন ছিলেন।চলতি সপ্তাহে এদিনকার দাখিল মামলাটির শুনানি হতে পারে বলে জানা গেছে।