কাঁকুড়গাছি ইয়ং অ্যাসোসিয়েশনের বর্ণময় সভা

নিজস্ব প্রতিনিধি, 

কলকাতার কাঁকুড়গাছি ইয়ং অ্যাসোসিয়েশনের ৪০তম বার্ষিক বাগদেবীর আরাধনায় একটি  অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্দোগে ছিলেন কলকাতা পৌরসভার মেয়র পারিষদ সদস্য, ৫৬ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বপন সমাদ্দার।উপস্থিত ছিলেন শ্রী শ্রী শিবানন্দজী মহারাজ, কলকাতার মহানাগরিক  মন্ত্রী

জনাব ফিরহাদ হাকিম, ৩০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতি পাপিয়া ঘোষ বিশ্বাস এবং ২৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতি ইলোরা সাহা সহ অনেকেই।অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিসটদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করে সম্মান দেওয়া হয়। এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও হুইলচেয়ার বিতরণের মাধ্যমে প্রতিবন্ধীদের সহায়তা করা হয়। মা সরস্বতীর পূজা মন্ডপে ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।এই আয়োজন বাগদেবীর আরাধনার এক স্মরণীয় মুহূর্ত হয়ে উঠেছিল।

Leave a Reply