কলম,

সোমা দেবনাথ দাস,

কলম তোমার দাম খুব কম হলেও
তোমার মূল্য কোটি টাকাতেও হবে না যে পূরণ।
স্কুল জীবন থেকে হলে যে সাথী
তোমায় ছাড়া আমরা বেঁচে কি করে থাকি।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সঙ্গে তুমি থাকো
সম্পর্ক গড়া থেকে সম্পর্ক বিচ্ছেদ
সবকিছুতেই তুমি অবিরত।
ধনী গরীব সবার কাছেই তুমি কত দামী
ধনীর থেকেও জ্ঞানীর কাছে মূল্যবান যে তুমি।
অনেক রঙে রঙিন তুমি, লাল নীল কালো
লাল রংটা একটু তেজী সবাই জানে ভালো।
কলম তুমি সবার সাথে থাকো হাতে হাতে
তোমায় নিয়ে সবাই যেন শিক্ষিত হতে থাকে।

Leave a Reply