কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশন দখল পেলেও তৃণমূলের ‘কাঁটা’ সভাপতি অরুণাভ ঘোষ?

মোল্লা জসিমউদ্দিন টিপু

গত ২০১৯ সালে হাওড়া জেলা আদালতে বেশকয়েক জন আইনজীবীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ ঘিরে শাসক দলের প্রতি আইনজীবীদের বড় অংশের ক্ষোভ বিক্ষোভ ছিল।যার ফলস্বরূপ কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশন একপ্রকার বিজেপির দখলে ছিল।সেই জায়গা থেকে চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশনের ফলাফল প্রকাশ অনেকটাই স্বস্তি দিলো এই রাজ্যের শাসক দল তৃণমূল কে।বিপুল জয়ের জন্য আইনজীবীদের অভিনন্দন জানিয়েছেন তৃণমূল লিগ্যাল সেলের একদা পদাধিকারী তথা বর্ষীয়ান আইনজীবী আনসার মন্ডল। তবে বার এসোসিয়েশন এর সভাপতি হিসাবে কট্টর মমতা বিরোধী অরুণাভ ঘোষ জেতাতে এই বিপুল জয়েও ‘কাঁটা’ দেখছেন শাসক দলের আইনজীবীদের বড় অংশ। কলকাতা হাইকোর্টের  আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন বার অ্যাসোসিয়েশনের ভোটে ছ’বছর পর সেক্রেটারি পদ ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। ওই পদে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনজীবী বিশ্বব্রত বসুমল্লিক।জানা গিয়েছে, নির্বাচিত কমিটিতে মোট ১৫টির মধ্যে ১১টি পদে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা।সেক্রেটারি পদে মোট সাত জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। বিশ্বব্রতবাবু পেয়েছেন সবচেয়ে বেশি ভোট, ৯৮৮টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী পার্থ ঘোষের চেয়ে ৬১ ভোট বেশি। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী আইনজীবী অরুণাভ ঘোষ। তিনি পেয়েছেন মোট ১১৫০ ভোট। এই পদে প্রার্থী ছিলেন আরও দু’জন-সর্দার আমজাদ আলি ও প্রমিত কুমার রায়। তাঁদের প্রাপ্ত ভোট যথাক্রমে ১০৫৭ এবং ১০৩২। ভাইস প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী আইনজীবী কল্লোল মণ্ডল। কল্লোলবাবুর প্রাপ্ত ভোট ১২৭২। এই পদে মোট চার জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। এবার অ্যাসোসিয়েশনের ট্রেজারার পদটিও তৃণমূলের দখলে গিয়েছে। ওই পদে জয়ী হয়েছেন আইনজীবী জয়দীপ বন্দ্যোপাধ্যায় , পেয়েছেন১৬৩৬টি ভোট।এগজিকিউটিভ কমিটিতে মোট ২৬ জন প্রার্থী ছিলেন, যার মধ্যে তৃণমূলের ৭ জন জয়লাভ করেছেন। বিজেপির ঝুলিতে গিয়েছে ২টি আসন। কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বর্ষীয়ান আইনজীবী ও কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার আমজাদ আলিকে ৯৩ ভোটে হারিয়েছেন অরুণাভবাবু। কংগ্রেসের প্রবীণ নেতা ও প্রাক্তন সাংসদ আমজাদ ছিলেন এ বার তৃণমূল কংগ্রেসের প্যানেলে সভাপতি পদের প্রার্থী।কলকাতা হাইকোর্টের বার এসোসিয়েশন এর সভাপতি পদে অরুণাভ ঘোষ জেতাতে নির্ভীক আইনজীবীদের বড় অংশ খুশি বলে জানা গেছে।

Leave a Reply