আজ কলকাতা প্রেস ক্লাবে বনমহোৎসব অনুষ্ঠান হল পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগ দপ্তরের সহযোগিতা বৃক্ষরোপণ ও বৃক্ষ দান উৎসব |এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের সম্পাদক শ্রী কিংশুক প্রামানিক ও সহ-সভাপতি প্রসুন আচার্য এবং বনদপ্তরের আধিকারিকরা |এই অনুষ্ঠানের একটা বক্তব্য বিশেষ করে রাখা হয় ” গাছ লাগান এবং গাছকে যত্ন নিন সবাই ” | ছবি সুবল সাহা

Leave a Reply