এশিয়া মহাদেশের সুপ্রাচীন কলকাতা প্রেস ক্লাব এর ৮০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। এই উপলক্ষে প্রাক্তন ক্রীড়া একাদশ ও কলকাতা প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মোহনবাগান মাঠে এই খেলাকে কেন্দ্র করে বিপুল উৎসাহ ও উদ্দীপনা ধরা পড়েছে। এই প্রথম সুব্রত ভট্টাচার্যের উপস্থিতিতে এক অন্য মাত্রা পেল টুর্নামেন্ট। গৌতম সরকার, মানস ভট্টাচার্য, বিদেশ বসু, সত্যজিৎ চ্যাটার্জি, কৃষ্ণেন্দু রায়, অমিত ভদ্র, সঞ্জয় মাঝি, দীপেন্দু বিশ্বাস, অমিত দাস, সুমিত মুখার্জি, উলগানাথন প্রমুখ উপস্থিত ছিলেন। নজর কাড়া উপস্থিতি ও তাদের সক্রিয় অংশগ্রহণ খেলার আকর্ষণ বাড়িয়ে তোলে নিঃসন্দেহে। যদিও ২-১ গোলের ব্যবধানে জিতেছে কলকাতা ক্রীড়া একাদশ। সাংবাদিক একাদশ দল পরাজিত। বিজয়ী দলের পক্ষে গোলদাতা দীপেন্দু বিশ্বাস ও সঞ্জয় মাঝি। কলকাতা প্রেস ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন দেবাশিস সেনগুপ্ত। এরপর মধ্যাহ্নভোজের আয়োজন। পরিশেষে, অতীতের দিকপাল খেলোয়াড়দের হাতে “ব্লেজার” উপহার স্বরূপ তুলে দেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক। ছবি সুবল সাহা |

Leave a Reply