Spread the love

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা 

মোল্লা জসিমউদ্দিন

প্রাক্তন পুলিশ কমিশনারের পাশাপাশি এবার নব নিযুক্ত পুলিশ কমিশনারের বিরুদ্ধে মামলা দাখিল হয়েছে কলকাতা হাইকোর্টে।কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আজ অর্থাৎ  শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি কলকাতা পুলিশ কমিশনারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, -‘কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার কলকাতা পুলিশের থানা এলাকায় ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত জমায়েত করা যাবে না’।এক জায়গায় পাঁচজনের বেশি একত্রে চলাফেরা করতে পারবে না, দাঁড়াতে পারবে না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে ।দুর্গাপুজোর সময় কলকাতা মহানগরে  ভীড় হলে রাজ্য কি ব্যবস্থা নেবে ? এইবিধ প্রশ্ন তুলেই মামলা হয়েছে হাইকোর্টে। আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। শহরের একটা বড় অংশে পাঁচজনের বেশি জমায়েত করতে পারবে না বলে  নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। বউবাজার, ধর্মতলা, হেয়ার স্ট্রিট সহ একাধিক জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশ নিয়েই দায়ের করা হয়েছে মামলা।প্রতিবারই দুর্গাপুজোয় কলকাতা শহরে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। প্যান্ডেল পরিক্রমায় দলে দলে মানুষ রাস্তায় বেরোন। এরফলে, সেই সময়ে এরকম একটা সময়ে জমায়েত না করতে দিলে, সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারে বলেই প্রশ্ন উঠেছে।আজ অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *