দুইদিন ব্যাপী কলিকাতা ইউনিভার্সিটি ইন্সটিটিউট এর ১৩৪ তম প্রতিষ্ঠা দিবস পরিপূর্ন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ৩১/৮/২৪।পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি বিচারপতি শ্রী অসীম রায়। উপস্থিত ছিলেন কলিকাতা হাইকোর্ট এর প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী জ্যোতির্ময় ভট্টাচার্য , ডাঃ জি পি সরকার, ডাঃ মমতাজ সঙ্ঘমিতা ,শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়, শ্রী আশিস ঘোষ, শ্রী সুধাংশু দে, শ্রী মানিক চ্যাটার্জী, শ্রী দীপক চক্রবর্তী , শ্রী সলিল দত্ত প্রমুখ। ইনস্টিটিউট এর সদস্যরা ১ মিনিট নীরবতা পালন করেন সম্প্রতি আর জি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে।হিমাদ্রী মুখাপাধ্যায়ের গাওয়া দুটি গান সকলের মন জয় করে নেয়।
ব্রততী বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনা ছিল অনবদ্য। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে কবিতা পাঠ সকলের মনে দাগ কেটে যায়।এরপর মনোময় ভট্টাচার্য তাঁর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। সন্চালনায় ছিলেন শ্রী সন্দীপ দে।
দ্বিতীয় দিনে সদস্যদের পরিবেশনায় নাটক -রণ দুন্দুভি। পরিবেশনায় শ্রী শঙ্কর ভট্টাচার্য ।