খায়রুল আনাম,

বীরভূম : বোলপুর পুরসভা এলাকায় করোনা সংক্রমণ বেড়ে চলার পরিপ্রেক্ষিতে, বোলপুর পুরসভা নাগরিক পরিষেবায় বেশকিছু পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরসভার বাঁধগোড়া, মিশন কম্পাউণ্ড, নতুনপুকুর, রবীন্দ্রপল্লি, সাতেরপল্লি, স্কুলবাগান, ডা. রাধাকৃষ্ণ সিংহ রোড, ত্রিশুলাপটি, কালিকাপুর, শুড়িপাড়া, নায়েকপাড়া এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে বোলপুর পুরসভার পক্ষ থেকে নাগরিক পরিষেবায় বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও পর্ণাদেবী জানিয়েছেন। পৌরসভায় জানালেই ওষুধ, অ্যাম্বুলেন্স, বিনামূল্যে মা ক্যান্টিনের খাবারও পৌঁছে দেওয়া হবে। আক্রান্ত কোনও পরিবার চাইলে তাদের সব্জি, শুকনো খাবারও পৌঁছে দেওয়া হবে। আক্রান্ত মানুষজনেরা যাতে কোনওভাবেই অসহায়বোধ না করেন, সে জন্যই এই পুর উদ্যোগ বলে পর্ণাদেবী জানিয়েছেন।

Leave a Reply