সাধন মন্ডল,

আদিবাসী কুড়মি সমাজের শ্রেষ্ঠ উৎসব করম পরব । ঐদিন সরকারি ছুটির দাবিতে আজ ৩রা সেপ্টেম্বর 12 ঘন্টার পথ অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। আজ সকাল ছটা থেকে সন্ধ্যা ছটাপর্যন্ত চলবে এই অবরোধ কর্মসূচি বলে জানালেন আদিবাসী কুড়মি সমাজের বিশিষ্ট নেতা পরিমল মাহাতো। তিনি বলেন অন্যান্য সকলের ক্ষেত্রে সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে আমাদের ক্ষেত্রে বঞ্চনার করছে রাজ্য সরকার। তারই প্রতিবাদে আমাদের এই অবরোধ কর্মসূচি ।করম পরবে যদি সরকারি ছুটি ঘোষণা না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুমকি দেন তিনি। এই অবরোধ আন্দোলন রানীবাঁধ, রাইপুর ফুলকুসমা , পিরোরগাড়ি মোড় সারেঙ্গা সহ বিভিন্ন এলাকায় চলছে।

Leave a Reply