কয়লা বোঝাই ৬ টি মোটর সাইকেল আটক সদাইপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলা পুলিশের তৎপরতায় কয়লা পাচার রোধে পুলিশি অভিযান অব্যাহত।সেইরূপ পুলিশের নজরদারির ফলে ফের অবৈধ ভাবে মোটরসাইকেল সহযোগে কয়লা পাচার রুখলো সদাইপুর থানার পুলিশ।বুধবার সন্ধ্যায় সদাইপুর থানা এলাকার পারুলিয়া পঞ্চায়েতের জামথলিয়া গ্রাম সংলগ্ন নির্জন রাস্তার উপর অবৈধ কয়লা বোঝাই ৬ টি মোটরসাইকেল আটক করে সদাইপুর থানার পুলিশ। ৬ টি বাইক থেকে প্রায় ৩০ কুইন্টাল কয়লা সহ মোটরসাইকেল গুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়। পুলিশের মুখোমুখি হবার আগেই গা ঢাকা দেয় কয়লা পাচারকারীরা।

Leave a Reply