কয়লা ও গরু পাচার মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্রের জামিন মঞ্জুর ডিভিশন বেঞ্চে 

সেখ নিজাম আলম ,

শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে জামিন দিলো এই মুহূর্তে কয়লা ও গরু  পাচার মামলায় জেল হেফাজতে থাকা বিকাশ মিশ্র কে। জামিনের শর্ত গুলি হলো –  ‘কলকাতা পুরএলাকার মধ্যে থাকতে হবে তাঁকে। প্রতিটি কয়লা পাচার মামলার শুনানিতে উপস্থিত থাকতে হবে আসানসোল সিবিআই কোর্টে। পাসপোর্ট জমা রাখতে হবে। চিকিত্‍সার জন্য কোথাও যেতে হলে সিবিআই-এর অনুমতি নিতে হবে’।এদিন এই নির্দেশ টি জারি করেছে কলকাতা হাইকোর্টের  বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ।উল্লেখ্য , কয়লা ও গরুপাচারে অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশকে গত ৮ এপ্রিল গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । কয়লা পাচার মামলায় আসানসোলের আদালতে হাজিরা দিতে এসেছিলেন বিকাশ মিশ্র । সেখান থেকে গরু পাচার-কাণ্ডের তদন্তকারী আধিকারিকেরা তাঁকে গ্রেফতার করেন। কয়লা ও গরু পাচার মামলায় মূল অভিযুক্ত বিনয়  মিশ্র ভারত থেকে পালিয়ে ভানুয়াটু নামে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে আশ্রয় নিয়েছেন বলে সিবিআই সূত্রে প্রকাশ।  বর্তমানে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন বিকাশ মিশ্র । গত কয়েকমাস ধরে প্রেসিডেন্সি সংশোধনাগারের রয়েছেন তিনি। তার আগে আসানসোলের সংশোধনাগারে ছিলেন বিকাশ মিশ্র । সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।এর ফলে, সেখান থেকে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং শেষে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কলকাতার প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারেই রয়েছেন তিনি।শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে বিকাশ মিশ্রের। এতে ক্রমশ চাপ বাড়লো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Leave a Reply