কবি,
যে কথা বলতে গিয়ে হয়নি সেদিন বলা ,
ভয়ে ভয়ে ছিলাম তখন কেবল একা ।
কত বছর কেটে গেল কত বছর পরে ,
দুর্ভিক্ষ আর মহামারীর দেশে আবার যদি কখনো হয় দেখা !
তোমার কথা ভেবে ভেবে অনেক হলো দেরী।
সেদিন কী দেখেছিলাম ! সে এক কাজলা মেয়ের ছবি ।
আজও তুমি কি আছো আগের মতো করে ?
সেদিন তুমি ভুলিয়ে ছিলে রবি ঠুকেরের গানে ।
‘আগুনের পরশমণি ‘ ছড়িয়ে দিলে প্রাণে ।
তুমি নও গো শুধু ছবি ,তুমি আমার কবি ,
তোমাকে আপন করে হৃদয় মাঝে ধরি ।
সুবল সরদার
মগরাহাট
দক্ষিণ ২৪ পরগণা
তাং ০৬ ১২ ২০২১