কবি শেখর উদ্বোধন ও কবি সভা কাটোয়ায়,


দীপঙ্কর চক্রবর্ত্তী,


শনিবার কাটোয়া অশোকা লজের হলে কবি শেখর সাহিত্য পত্রিকার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল।গত ২২ শে জুন কালিদাস রায়ের জন্মদিনটি পালন হলেও কবি শেখর পত্রিকাটি এই দিন প্রকাশ করা হল।পত্রিকার সম্পাদক গুরুপ্রসাদ যশ জানান করোনার জন্য এই অনুষ্ঠানটি একটু বিলম্ব হল।উপস্হিত সকল কবিদের হাতে কবিশেখরের সংখ্যাটি তুলে দিয়ে পত্রিকার উদ্বোধন হয়।কবি রাজকুমার রায়চৌধুরী,অসিত বন্দোপাধ্যায়,অশোক দত্ত,সুদীপ্ত পাল,দীপঙ্কর চক্রবর্ত্তী,স্বপন চক্রবর্ত্তী,নিমাই দেবনাথ,স্বপন মজুমদার,ভগবাহাদুর সিং সহ আরো অনেকে কবিতা পাঠ করেন।অজয় পত্রিকার সম্পাদক তারকেশ্বর চট্রাজ কালিদার রায়কে নিয়ে আলোচনা করেন।

Leave a Reply