কবিতা উৎসব অনুষ্ঠিত হলো মেমারিতে

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, মেমারী, পূর্ব বর্ধমান-

    আবহাওয়া  দপ্তরের পূর্বাভাস, আগামী দু'একদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। কবিতা উৎসব হবে তো! একরাশ আশঙ্কা ঘিরে ধরে উদ্যোক্তাদের। সবাইকে চমকে দিয়ে আকাশ পরিষ্কার হয়ে ওঠে। ঝলমল করে ওঠে রোদ। কবিতা উৎসবের কথা শুনে প্রকৃতি যেন উৎসুক হয়ে ওঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হন শতাধিক কবি ও বাচিক শিল্পী। আন্তরিকতাকে পাথেয় করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে 'জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা'-র উদ্যোগে ও 'আবৃত্তির পাঠশালা'-র সহযোগিতায় ২৩ শে ফেব্রুয়ারি মেমারি-১ নং ব্লক কার্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয় 'কবিতা উৎসব'। লক্ষ্য বর্তমান সামাজিক পরিস্থিতিতে সুস্থ সাহিত্য সংস্কৃতির প্রচার ও প্রসার।

   অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রানী মুখোপাধ্যায়, ভূমিকা বর্মন, মুখার্জ্জী, পায়েল শেঠ, শুভম শীল প্রমুখ। 

আবৃত্তি পাঠ করেন কবি উজ্জ্বল দাস, সুকল্পিতা দে প্রমুখ। একক নৃত্যে ছিলেন প্রিয়াঙ্কা দাস এবং
সমবেত নৃত্য পরিবেশন করেন সঞ্চিতা চৌধুরী, ঋতু ভট্টাচার্য্য ও শেহেনাজ সুলতানা। শর্মিষ্ঠা চক্রবর্তী ও স্মৃতিপর্ণা সাহা, শ্যামল মজুমদার ও ব্রততী ঘোষ আলি পরিবেশিত শ্রুতি নাটক উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।

  উৎসবের অন্যতম উদ্যোক্তা 'আবৃত্তির পাঠাশালা'-র শিল্পী শ্রেষ্ঠা চক্রবর্তী, আরাধ্যা মজুমদার, প্রিয়া মজুমদার, অরুণিমা সাহা, দেবার্ঘ্য মন্ডল, ধৃতিমান লাহা নিবেদিত 'জননী জন্মভূমিশ্চ' আবৃত্তি কোলাজ এবং 'সহজপাঠের সহজ কথা'-র মেহেরীন মন্ডল, অমৃতা মন্ডল, আরাধ্যা মুখার্জী, সুপ্রীতি বসু, ডিভিজা মন্ডল, রিমি মন্ডল, সৃঞ্জিনী হাঁড়া, সৌরজা খান্ডা প্রমুখের পরিবেশিত আবৃত্তি কোলাজ অনুষ্ঠানে উপস্থিত   দর্শকদের মুগ্ধ করে। 

 দ্বৈত আবৃত্তি পাঠে পৃশা ভট্টাচার্য্য ও রাজদীপ মুখ্যার্জী এবং একক আবৃত্তি পাঠে আরাধ্যা গোস্বামী, ঐশানী দে, স্বপ্না দাস মল্লিক, সোমা ভট্টাচার্য্য ছিলেন অনবদ্য। 

  সুনির্মল বিশ্বাস পরিবেশিত আবহ সঙ্গীত অনুষ্ঠানটিকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজ্জ্বল দাস, সেখ নুরুল হোদা ও বিশিষ্ট বাচিক শিল্পী  ব্রততী ঘোষ আলি। 

  এর আগে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দুই বাংলার জনপ্রিয় কবি, নাট্যকার ও বাচিকশিল্পী আরণ্যক বসু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি অশোক মুখোপাধ্যায়, কবি মিঠু বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সমাজ সেবী ও বাচিক শিল্পী মাধব ঘোষ। অনুষ্ঠানে উদ্বোধনী আবৃত্তি পাঠ করেন বিশঙ্ক দাশ শর্মা। 

   কবিতার টানে সুদূর মঙ্গলকোট থেকে ছুটে এসেছিলেন বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী বিশ্বজিৎ মুখার্জ্জী। তিনি বললেন, আজও যে কবিতার আসর মানুষকে টানে এখানে না এলে জানতেই পারতাম না। এত গুণীজনের সামনে তাকে স্বরচিত কবিতা পাঠের সুযোগ করে দেওয়ার জন্য তিনি উদ্যোক্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি আগামী দিনেও তাকে আমন্ত্রণ জানানো হবে বলে আশা প্রকাশ করেন।

   তরুণ প্রজন্মের প্রতি আরণ্যক বসুর পরামর্শ - কবিতা লিখতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে। অন্যদিকে কবি মিঠু বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা চর্চার উপর গুরুত্ব দেন। 

    তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য কবিতা উৎসবের অন্যতম উদ্যোক্তা ব্রততী ঘোষ আলি উপস্থিত কবি ও বাচিক শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, আমরা আট বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে চলেছি। কবিতা বিষয়ে প্রতিবছর যেহারে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে তাতে আমরা অভিভূত।

Leave a Reply