পুলিশ,
*দিলীপ রঞ্জন ভাদুড়ী।
পুলিশের কাজ বদলে গেছে,
করছে অনেক কাজ
হিসেব নিলে দেখবে তুমি
চক্ষু চড়ক গাছ।
রক্ত দান শিবির কর
সাড়া বছর ধরে,
উঠতে বসতে স্যালুট কর
নিজের ভালোর তরে।
বন্যা হলে জলে নামো
তুমি সবার আগে,
প্রাণ দিতে হলে বুকটি পেতো
সেটা তোমার ভাগে।
মিছিল হোক ,মিটিং হোক
থাকবে তাদের সাথে,
ঠেলাঠেলি করতে হলে
করবে নিজ হাতে।
মিঠাই বিলি গোলাপ ফুল
করে যাও জল দান,
কে যোগায় এসব টাকা
বললে যাবে মান।
চোর পুলিশের খেলা এখন
নিত্য অভিযান,
রাজনীতি তে নেই ভালবাসা
কোরনা অভিমান।
যান চলাচল নিয়ম করে
সেটাও তোমার কাম,
ঠায় রোদে দাঁড়িয়ে থাকো
ফেল মাথার ঘাম।
আজ কাল নাকি চুরি হয় না
সবই কিছুই চালান,
যা চলছে চলুক সেটা
কেন দাগবে কামান!
ছুটি চাইলে সেটা পাবে না
ম্যানেজে গেলেও দোষ,
যতই গালাগালি খাও
কোরনা কিন্তু ফোঁস।
থানায় গেলে বোলনা কিন্তু
নিতে পারবে না কেস,
বলবে শুধু খতিয়ে দেখছি
মিটিয়ে দিও, সব ক্লেশ।
আইন কানুন সবার জন্য
কখনো সমান নয়,
এই কথাটি গোপন রেখ
থাকবে না আর ভয়।
*** *** *** ***