আমিরুল ইসলাম,

আজ ২৩শে শ্রাবণ কবিগুরুর ৮৩ তম মৃত্যুবার্ষিকী। আজ এই দিনে এন এস প্রাইভেট আই টি আই এর ছাত্রছাত্রী এবং শিক্ষকমন্ডলীদের উদ্যোগে কবির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হলো কলেজ ক্যাম্পাসে। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন এন এস ডি এল এড কলেজের অধ্যাপক শ্রী তাপস মন্ডল মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন এস বি এড কলেজের অধ্যাপিকা শ্রীমতী ছায়া আশ মহাশয়া, এন এস প্রাইভেট আই টি আই এর প্রিন্সিপাল শ্রী এস কে এম ডি আকিল মহাশয়, এন এস পলিটেকনিক কলেজের টিচার ইন চার্জ শ্রী অভিক মন্ডল মহাশয় এবং শিক্ষক শিক্ষিকাগণ। কবিগুরুর প্রতিকৃতি তে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন শ্রীমতী ছায়া আশ মহাশয়া এরপর ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠান এবং শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply