কন্যাশ্রী দিবসে বিভিন্ন সচেতনতা মূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আজ কন্যাশ্রী দিবস উপলক্ষে জেলার বিভিন্ন বিদ্যালয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি যথাযথ ভাবে পালিত হয়।সেইরূপ সাঁইথিয়া ব্লকের সাংড়া এস সি এম হাইস্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে সাইকেল ৱ্যালি সহ বিভিন্ন ধরনের সচেতনতা মূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুষ্টি সচেতনতা বিষয়ক প্রদৰ্শনির আয়োজন করা হয়। এখানে পৃথক পৃথক ভাবে বিভিন্ন স্টল খোলা হয়। উল্লেখ্য এবছর আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে তার কার্যকারিতা,গুরুত্ব,ব্যবহার ইত্যাদি সম্পর্কিত বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়।স্বাস্থ্য সম্পর্কিত রক্তাল্পতা রোগের হাত থেকে কি ভাবে বাঁচা যায় তা আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়।এছাড়াও প্রদর্শনীতে ছিল বাড়িতে তৈরী খাঁটি হেল্থ ড্রিংক তৈরী র কর্মশালা, ফাস্ট ফুড ও বিষাক্ত ফুড কালার সম্পর্কে সচেতনতা, প্রোটিন, ভিটামিন ইত্যাদি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁইথিয়া ব্লকের বিডিএমও মল্লিকা মিত্র ও কন্যাশ্রী র দায়িত্ব প্রাপ্ত কর্মী সুদীপ চক্রবর্তী সহ স্থানীয় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রীগন।আজকের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভঙ্কর দত্ত এবং সহ শিক্ষিকা মৌসুমী মিত্র।