কথা দিলাম আসবো ফিরে
নার্গিস পারভীন
কথা দিলাম – আসবো ফিরে–
সে নয় ক্ষণিকের প্রত্যাবর্তন!
কিছু অপরিণত প্রত্যাশার পিছুটান
বহুবার হেঁকে ফিরে গেছে
যার অবাধ্য অনুরণন–
আজো ছাড়েনি পিছু!
কিছু প্রেম অবকাশহীন ঘন পল্লবে,
অসার নির্জনে – গুমরে কাঁদে;
যাতনার ফসিল – আমার ছেলেবেলা আজো
নির্ঘুম রাতে জাগে,
অনিবার্য সময়ের বাতায়নে
দিগন্ত বিস্তৃত কিছু আক্ষেপ
আমাকে মনে করায়–
তারকার উপস্থিতির দুর্ভেদ্য রহস্য,
সরল অংকের সমাধানে বারবার ভুল করা আমি রে!
কথা দিলাম – আসবো ফিরে
কোন এক নিশুতি রাতে নদীর তীর বেয়ে
দুর্ভেদ্য অন্ধকারের প্রাচীরে
সিঁদ কাটতে কাটতে
এক ঊষা লগনে,
অবারিত মাঠ, বন
আর বিস্তীর্ণ এক লোকালয়ের
সংকীর্ণ উঠানে–
জাগ্রত চেতনায়; মস্তিষ্কে।
কথা দিলাম – আসবো ফিরে
ঠিক এইখানে,ওই ঘুঘুটার মতো
সাজানো গোছানো পরিপাটি অবয়বে,
কিম্বা ঈগলের ডানার প্রত্যয়ে
রাত্রির পাড় ভাঙ্গা আলোর প্লাবনে,
আকাশ আর মাটির এই মধ্যিখানেই।।