কংসাবতী সেচ খালের পাড় ভেঙ্গে বিপত্তি রাইপুর এর শ্যামসুন্দরপুর এলাকায়।
সাধন মন্ডল বাঁকুড়া:-বৃহস্পতিবার ভোররাতে আনুমানিক আড়াইটে নাগাদ কংসাবতী সেচ চ্যানেলের পাড় ভেঙ্গে জল ঢুকে পড়ে শ্যামসুন্দরপুর, ঝিঙ্ঝা, কালাসোল এলাকায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন তাড়াহুড়ো করে কিছু মানুষ তাদের ঘর থেকে তাতা কম্বল খাদ্য সামগ্রী বার করেছিলেন বাইরে। শ্যামসুন্দরপুর কেলেপাড়া এলাকার মানুষজন বাড়ি থেকে বাইরে এসে হরিমেলা ও বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা প্রশান্ত নামাতা, ভরত নামাতা, ভোলানাথ নামাতা রা বলেন আমাদের মাটির বাড়িতে জল ঢুকে গেছে জল নেমে গেলে বাড়িগুলো যখন-তখন ভেঙ্গে পড়তে পারে এই বাড়িতে থাকা আমাদের পক্ষে এখন বিপদজনক হয়ে পড়েছে তাই প্রশাসন আমাদের থাকার ব্যবস্থা করুক ও খাওয়ানোর ব্যবস্থা করুন ।আমাদের শ্যামসুন্দরপুর গ্রামে ৩০ থেকে ৩৫টি বাড়িতে জল ঢুকে গেছে কয়েকশো বিঘা জমির ধান জলের তলায়। অন্যদিকে কেলে পাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে গেছে ।কেলেপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ জল থৈথৈ। গ্রামবাসী পূর্ণিমা কপাট, সুভদ্রা কপাট ,ভজন কপাটরা বলেন আমরা পুজোর মরশুমে অসহায় হয়ে পড়লাম। প্রশাসন যদি আমাদের প্রতি সদয় না হয় তাহলে মাঠে মারা যাবো।। রাইপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন, পঞ্চায়েত ,পঞ্চায়েত সমিতি ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে রয়েছেন আজ তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এলাকা পরিদর্শন করেছেন ব্লক প্রশাসনের আধিকারিক বৃন্দ। বাঁকুড়া জেলা পরিষদের সদস্য রাজকুমার সিংহ ,রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাতো সহ বিশিষ্টরা। ঘটনাস্থলে হাজির হয়েছিলেন কংসাবতীর সেচ বিভাগের আধিকারিকবৃন্দ । কিভাবেএই বিপত্তি ঘটল তা খতিয়ে দেখা হবে বলে তারা আশ্বাস দেন। জেলা পরিষদ সদস্য রাজকুমার সিংহ বলেন পুজোর মরশুমে মানুষের খুব ক্ষতি হয়ে গেল। হঠাৎ করে পাড় ভেঙ্গে যাওয়া একটি প্রাকৃতিক বিপর্যয় এখানে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে জেলাতেউ বিষয়টি জানানো হয়েছে। রায়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে ঘটনাস্থলে হাজির হন সাথে ছিলেন অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। সেখানে তারা ৩৫টি পরিবারের হাতে প্রাণ সামগ্রী তুলে দেন। বিডিও সাহেব জানান প্রশাসনের পক্ষ থেকে আজ দুবেলা টিফিন ও খাবার এবং আগামীকালও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ক্যানেলে পাড় ভেঙ্গে প্রায় ৪৪০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে ব্লক প্রশাসন ও ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা যায়। এখানে উল্লেখ্য আজ রাইপুর বিডিও সাহেবের মায়ের ক্ষৌর কর্ম তা সত্ত্বেও তিনি এলাকায় হাজির থেকেছেন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে তাদের খাবারের ও ত্রাণের ব্যবস্থা করেছেন।