গোপাল দেবনাথ,

২ রা জুলাই হাওড়া শরৎ সদনে অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল ডি ই ও (মিড ডে মিল) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন -এর প্রথম রাজ্য সম্মেলন । পশ্চিম বঙ্গের সমস্ত জেলা, ব্লক এবং মিউনিসিপালিটি থেকে ডি এ ও দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । এই রাজ্য সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের রাজ্য নেতৃত্ব শ্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী সচিবালয় ও সেন্ট্রাল সেক্রেটারীয়েট শাখার নেতৃত্ববৃন্দ শ্রী অভিজিৎ ঘোষ, শ্রী কুশল মজুমদার, শ্রী জয়দীপ ব্রহ্ম । এছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের হাওড়া জেলা শাখার সভাপতি ডঃ নারায়ণ বাগ ও আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ । ওয়েস্ট বেঙ্গল ডি ই ও (মিড ডে মিল) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন – এর রাজ্য সভাপতি শ্রী সৌগত মন্ডলের সভাপতিত্বে ও রাজ্য সম্পাদক শ্রী হিল্লোল দাসের সঞ্চালনায় এই রাজ্য সম্মেলন ব্যাপক ভাবে সারা ফেলে । ওয়েস্ট বেঙ্গল ডি ই ও (মিড ডে মিল) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন – এর আগামী দিনের দাবী ও চলার পথ নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হয় ।

Leave a Reply