ওরা মাছ ধরতে ব্যস্ত

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী

 কথায় আছে - খাবার সময় পাতে এক টুকরো মাছ পেলে বাঙালি আর কিছু চায়না। তবে শুধু মাছ খেতে নয় মাছ ধরতেও বাঙালিরা খুব ভালবাসে। তাইতো সুযোগ পেলেই একদল বাঙালি ছিপ নিয়ে মাছ ধরতে পুকুর পাড়ে বসে পড়ে। 

শুধু তাই নয়, বর্ষার সময় গ্রাম বাংলার মাঠের ধারে নালা, খাল, বিল সব জলে ভরে যায়। বর্ষার শেষে ধীরে ধীরে যখন জল কমতে থাকে তখন দ্যাখা যায় একদল মানুষ পলুই দিয়ে সেই নালায় মাছ ধরতে ব্যস্ত। অথবা অল্প জল থাকলে কখনো কখনো  থালা বা অন্য কিছুর সাহায্যে জল ছেঁচে নালা বা খাল-বিলে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে। কখনো মাছ পাওয়া যায়, কখনো বা শূন্য হাতে ফিরতে হয়। 

 গত ১৮ ই ডিসেম্বর পূর্ব বর্ধমানের আউসগ্রামের বননবগ্রামে এই দৃশ্য দ্যাখা গ্যালো। গুসকরা আউসগ্রাম সড়ক পথে রাস্তার ধারে নালাতে জল খুবই কম। ঠান্ডা উপেক্ষা করে দুলারী, ঈশানী ও সুচিত্রা থালার সাহায্যে সেই জল তখন ছেঁচে ফেলতে ব্যস্ত। লক্ষ্য যদি দু'একটা চুনো, ল্যাটা বা অন্য কোনো মাছ পাওয়া যায়। যদিও তাদের সেভাবে প্রত্যাশা পূরণ হয়নি।  এই দৃশ্য শুধু আউসগ্রাম নয় গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তেই দ্যাখা যায়।

জল ছিঁচতে ছিঁচতে দুলারীর বলল - এই সময় সেভাবে মাঠে কাজ নাই। তাই তিন জনে বেড়িয়ে পড়লাম মাছ ধরতে। মনে হচ্ছে বেশি মাছ এখানে পাবনা। তবে যেটুকু পাব তাতেই আনন্দ।

Leave a Reply