ওবিসি নুতন তালিকার উপর স্থগিতাদেশ বাড়লো ৩১ আগস্ট অবধি : কলকাতা হাইকোর্ট

মোল্লা জসিমউদ্দিন , 

 বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ  রাজ্যে ওবিসি-র নতুন তালিকার উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়াল। আগামী ৩১ অগস্ট পর্যন্ত নতুন তালিকার উপর স্থগিতাদেশ বজায় থাকছে বলে জানাল বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।পশ্চিমবঙ্গ সরকারের নতুন ওবিসি তালিকার উপর গত ১৭ জুন স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা  হাইকোর্ট। সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে এদিন শীর্ষ আদালতে প্রধান বিচারপতির এজলাসে মামলার মেনশন করে দ্রুত শুনানির আর্জি জানান রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতি বিআর গভাই মামলা দায়েরের অনুমতি দেন। আবার নতুন ওসিবি তালিকা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননারও একটি মামলা দায়ের হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানান সিব্বল। আদালত অবমাননার মামলার উপরেও স্থগিতাদেশের আবেদন জানান তিনি। আগামী সোমবার (২৮ জুলাই) রাজ্যের মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট।২০১০ সালের আগে পশ্চিমবঙ্গে মোট ৬৬টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে অমুসলিম জনগোষ্ঠী ছিল ৫৪টি এবং মুসলিম ১২টি। আদালত জানায়, ২০১০ সালের পর থেকে যাদের ওবিসি-তে নথিভুক্ত করা হয়েছে, তাদের শংসাপত্র বাতিল হবে। ২০১০ সালের আগে পর্যন্ত যে ৬৬টি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণির অংশ ছিল তাদের শংসাপত্র গ্রাহ্য হবে চাকরির নিয়োগ কিংবা কলেজে ভর্তিতে। ২০২৪ সালের রায়েও তা স্পষ্ট করা হয়।যেহেতু সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলারও শুনানি হবে আগামী সপ্তাহে। তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও আদালত অবমাননার শুনানি পিছিয়ে গেল। আগামী ৫ অগস্ট দুপুর দুটোয় পরবর্তী শুনানি। উল্লেখ্য,  ২০২৪ সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের ৭৭ টি জনজাতিকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলা এখনও বিচারাধীন। এরপর রাজ্য নতুন তালিকা ঘোষণা করে। এই নতুন তালিকার উপরেই স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর এদিন সেই স্থগিতাদেশের মেয়াদ আগামী ৩১ অগস্ট পর্যন্ত বাড়াল হাইকোর্ট।

Leave a Reply