ওবিসি নিয়ে হাইকোর্টের নির্দেশ কে চ্যালেঞ্জ রাজ্যের, সোমে শুনানি সুপ্রিম কোর্টে? 

মোল্লা জসিমউদ্দিন , 

এবার ওবিসি  তালিকার ওপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের নতুন করে ৭৭টি জনজাতিকে ওবিসি তালিকায় আনার সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে।৩১ আগস্ট অবধি স্থগিতাদেশ জারি রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে।আগামী সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে উঠতে পারে এই ওবিসি মামলাটি। নতুন ওবিসি তালিকার উপর কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে  রাজ্য সরকার। গত ১৭ জুন কলকাতা হাইকোর্ট এই স্থগিতাদেশ দিয়েছিল, তা চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার । ওবিসি নতুন লিস্টে হাইকোর্টের স্থগিতাদেশ কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য।এদিন  রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দৃষ্টি আর্কষণ করেন। দ্রুত শুনানির দাবি জানান তিনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।আগামী সোমবার মামলাটির শুনানি হতে পারে বলে জানা গেছে । আইনজীবী কপিলনসিব্বল শীর্ষ আদালতে  জানান, -‘কলকাতা হাইকোর্টে একটি অবমাননার আবেদন দাখিল করা হয়েছে তা স্থগিত রাখার আবেদন করা হচ্ছে।” গত  ২০২৪ সালে মে মাসে রাজ্য সরকারের ৭৭ জনজাতি কে ওবিসি তালিকাভুক্ত করায় কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর থেকে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে রায় দেয়। প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়। রাজ্যকে নতুন তালিকা তৈরি করতে বলা হয় আদালতের তরফে। সেই মোতাবেক কাজ করে নতুন তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু নিয়ম মেনে সব কাজ হয়নি,এই অভিযোগ তুলে ফের কলকাতা হাইকোর্টে মামলা হয়। রাজ্য ও অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশনের যুক্তি ছিল, -‘সমস্ত নিয়ম মেনেই সমীক্ষা হয়েছে এবং তার রিপোর্ট পেশ হয়েছে’।  কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ আগামী ৩১ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ করে।  সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য।আগামী সোমবার এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply