ওপেন ওয়েস্ট বেঙ্গল বক্সিং চ্যাম্পিয়নশিপ
হুগলি (২৪ মার্চ ‘২৫):- রাজ্যের তৃণমূল স্তরে বক্সিংকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শ্রীরামপুরে হয়ে গেল প্রথম দুই দিনের ‘ওপেন ওয়েস্ট বেঙ্গল বক্সিং চ্যাম্পিয়নশিপ’।
‘টাইটানিয়ম জিম’-এর পরিচালনায় শ্রীরামপুর আর এম এস গ্রাউণ্ডে ২২ ও ২৩ মার্চ চলেছিল এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতার শেষে শ্রীরামপুর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিধায়ক সুদীপ্ত রায়, শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, ৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি গৌরমোহন দে, ২৯ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি জয়নাথ ঝাঁ, শিবশক্তির অধ্যক্ষ দারা সিং, স্বপন ব্যানার্জি ওরফে বাবুন, কুনাল শাহ, সুরজিত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে জুনিয়র, ইয়ুথ ও এলিট বিভাগে ৪০ থেকে ৭৫ কেজি ওজন বিভাগের স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।