শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:—ওন্দা বনমালীপুর চড়কডাঙ্গা উৎনাও গাঁওতা পরিচালনায় দুই দিনের নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়ে গেল স্থানীয় ফুটবল মাঠে.। চূড়ান্ত পর্যায়ের এইখেলাতে ওন্দার রাখাডি আদিবাসী সিধু কানু ফুটবল টিম ১~০ গোলে কৃষ্ণনগর টি এম জি টুডু একাদশ ফুটবল টিমকে হারিয়ে জয়ের শিরোপা অর্জন করল। খেলার শেষ মুহূর্তে জয়সূচক গোলটি করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ওন্দার রাখাডি আদিবাসী সিধু কানু দলের অনির্বাণ মুর্মু.ক্লাব সম্পাদক জয়দেব হেমব্রম জানান ফাইনালে জয়ী দলকে নগদ নয় হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়. ফাইনালে পরাজিত দলকে সাত হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়. খেলা পরিচালনা করেন কানাই মল্ল সহযোগিতায় অভিজিৎ ঘটক এই দুদিনের ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো মেঘলা আবহাওয়াতেও ফুটবলপ্রেমীদের উৎসাহে কোন ভাটা পড়েনি। উল্লেখ্য এই ফুটবল প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল।

Leave a Reply