Spread the love

শুভদীপ ঋজু মন্ডল,

ওন্দার দলদলী তে রানিং ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জয়লাভ করলো রাহুল একাদশ” –
দলদলী নিউ ভারতী ক্লাবের পরিচালনায় জহর সিং স্মৃতি শিল্ড নকআউট রানিং ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়ে গেল শনিবার স্থানীয় ফুটবল মাঠে.। খেলার আনুষ্ঠানিক সূচনা করেন মোহনবাগান এর প্রাক্তন ফুটবলার গৌরব সেনগুপ্তএছাড়া উপস্থিত ছিলেন অনন্য জহরের সভাপতি বিক্রমজিত চট্টোপাধ্যায় বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অধ্যাপিকা বসুমিত্রা সিংহ পান্ডে, বিশিষ্টশিক্ষক সমাজসেবী কার্তিক মাল প্রমূখ।আজকের খেলায় . টাইব্রেকারে রাহুল একাদশ দলদলী ৪~২ গোলে ওন্দার টি এল ডি যুবক সংঘ লেদাসন ফুটবল টিমকে হারিয়ে জয়লাভ করে।. দুর্দান্ত খেলে ও একটি গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাহুল একাদশের রাহুল মন্ডল. ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন টি এল ডি যুবক সংঘ দলের আকাশ লায়েক. ক্লাব সম্পাদক বিপ্লব মন্ডল জানান ফাইনালে জয়ী দলকে নগদ ১২হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়. ফাইনালে পরাজিত দলকে নগদ ১০হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়. এছাড়া সেমিফাইনালের দুটি পরাজিত দলকে নগদ ২ হাজার টাকা করে দেওয়া হয়. খেলা পরিচালনা করেন কানাই মল্ল ও অভিজিৎ ঘটক ও পূর্ণেন্দু নন্দী. ফাইনাল খেলা আরম্ভের পূর্বে মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় তাতে রানীগঞ্জ এর রানিসায়ের আদিবাসী কিশোর সংঘ ১~o গোলে কাশীপুরের পাশে আছি স্পোর্টস একাডেমী ফুটবল টিমকে হারিয়ে জয়লাভ করে।রানিসায়ের আদিবাসী দলের ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন পিয়ালী কর। পুরস্কার হিসাবে মহিলা জয়ীও বিজয়ী দলকে দেওয়া হয় ট্রফি । উল্লেখ্য আজ 5 বছর ধরে অনন্য জহরের পক্ষ থেকে জহর স্মৃতি ফুটবল প্রতিযোগিতা চলছে। এব্যাপারে বিক্রমজীত চট্টোপাধ্যায় বলেন বর্তমান যুগে যুবসমাজ মোবাইলে আসক্ত। শরীর সুস্থ রাখতে ফুটবল খেলার কোনো বিকল্প নেই ,ফুটবল খেলা আজ গ্রামাঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে ফুটবল খেলা কে ধরে রাখতে ও যুবসমাজের প্রতি ফুটবলের প্রতি আকর্ষণ বাড়াতে আমাদের এই উদ্যোগ। আমরা জেলার বিভিন্ন প্রান্তে এই প্রতিযোগিতার আয়োজন করব আগামী দিনে ।আজকের চূড়ান্ত পর্যায়ের খেলা প্রায় আট হাজার ফুটবলপ্রেমী ফুটবল খেলা দেখতে হাজির হয়েছিলেন। আজকে মাঠে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন শক্তি সিংহ মহাপাত্র, দেবাশীষ চ্যাটার্জী, রেখা মন্ডল ,শান্ত ব্রত সেন, বিবেকানন্দ মালগোফ, দূর্গাপ্রসন্ন মুখার্জি প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *