ওই মেয়ে

সঙ্গীতা মুখার্জী

ওই মেয়ে তুই কালো বলে
দুঃখ করিস নে
তোর রঙেতেই জগৎ আলো
সেটা ভুলিস নে।

ভুবন জুড়ে আছিস বলেই
চাঁদের এত কদর
তোর রূপেতেই মুগ্ধ হয়ে
মায়ের যত আদর।

দিনের আলোয় জ্বললে তারা
রঙ কি তার ফোটে!
আঁধার হলেই ওদের ঝলক
ঝলমলিয়ে ওঠে।

কৃষ্ণ কালো কালী কালো
কালো দিঘির জল
মেঘের রঙ কালো হলে
মাঠে সোনার ফসল।

চোখের জল মুছে মাগো
আপন তেজে ছোটো
গুণের চাদর জড়িয়ে গায়ে
স্বমহিমায় জেগে ওঠো।।

Leave a Reply