এস আই আর নিয়ে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা রাইপুরে
।
শুভদীপ মন্ডল বাঁকুড়া :-পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এস আই আর নিয়ে আজ একটি ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো রাইপুর বাজারে। মিছিল কে রাইপুর বাজার পরিক্রমা করে রাইপুর সবুজ বাজারে এসে শেষ হয় সেখানে কথা সবাই বক্তব্য রাখেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ,রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগবন্ধু মাহাতো। তৃণমূল নেতৃত্ব বিশ্বজিৎ ঘোষাল প্রমূখ। এস আই আর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বলেন বিজেপি বিভিন্নভাবে ছলে বলে কৌশলে পশ্চিমবঙ্গ দখল করতে চাইছে কিন্তু তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কখনোই তা পূরণ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বারবার সচেতন করেছেন কিন্তু কোন কথা শোনেনি বিজেপি দলাদাস নির্বাচন কমিশন। এস আই আর কান্ডে ১২৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। জগবন্ধু মাহাতো বলেন কোনরকম প্ররোচনায় পা দেবেন না এসআইআর সম্পর্কে সচেতন থাকুন প্রয়োজনে আমাদের শিবিরে এসে ফরম সংশোধন করে জমা দিন। এদিনের পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ময়না হাঁসদা উপপ্রধান পল্টু রজক, সংখ্যালঘু ছেলের রাজেশ খান, স্বপন রজক, রাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল,শিক্ষক নেতা ষষ্ঠী চরণ হালদার, গ্রাম পঞ্চায়েত সদস্য তুহিন দত্ত, সুস্মিতা টুডু, সহ ব্লক নেতৃত্ব প্রমূখ।পথসভাটি পরিচালনা করেন যুব নেতৃত্ব দেবাশীষ মাহাতো।










