রাহুল রায়,কাটোয়াঃ এসক্যাগ সঞ্জীবনী মাল্টিস্পেশালিটি হাসপাতাল ও পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট পৌরসভার যৌথ উদ্যোগে হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার। হাসপাতালের উদ্বোধন করলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন,কাটোয়ার মহকুমাশাসক জামিল ফতিমা জেবা,পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্ৰামীন ধ্রুব দাস,কাটোয়ার এসডিপিও কৌশিক বাসক,দাঁইহাট পৌরসভার পৌর প্রশাসক শিশির কুমার মন্ডল,কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ধিরাজ রায়,কাটোয়া ২নং ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা,কাটোয়া থানার আইসি তির্থন্দু গাঙ্গুলী,সঞ্জীবনী মাল্টিস্পেশালিটি হাসাপাতালের সিও স্বপন দে সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে হাজির হয়েছিল দাঁইহাট শহরের মানুষেরা। এই হাসপাতালে রয়েছেন ৩০টি বেড। ডায়ালাইসিস্ সহ বিভিন্ন রোগের পরিষেবা দেওয়া হবে এই হাসপাতালে। এই প্রথম দাঁইহাট শহরের মানুষদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নতুন হাসপাতালের উদ্বোধন করা হয়।