এবার ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত কে হেফাজতে চায় সিবিআই, আজ শুনানি সুপ্রিম কোর্টে 

মোল্লা জসিমউদ্দিন

ইতিমধ্যেই গরু পাচার মামলায় সিবিআইয়ের তদন্তে জেল হেফাজতে আসানসোল জেলখানায় রয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। এই মামলায় আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেন কে দিল্লি নিয়ে যাওয়ার জন্য রবিবারই কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছে। যার শুনানি আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে রয়েছে। এতেই অনেকটাই চাপে অনুব্রত।তার উপর আরও চাপ বাড়ালো সিবিআই। এবার তারা ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মন্ডল কে নিজেদের হেফাজতে চাইছে। আজ অর্থাৎ সোমবার দুপুরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সিবিআইয়ের দাখিল পিটিশনের শুনানি রয়েছে। গত বিধানসভার ভোট পরবর্তী হিংসায় ইলামবাজারের খুনের ঘটনায় সুপ্রিম কোর্টের  দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । প্রসঙ্গত, এই মামলায় কলকাতা হাইকোর্ট আইনী স্বস্তি দিয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।বীরভূমের দাপুটে  নেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ ছিল কলকাতা  হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ কে  চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই। আজ অর্থাৎ  সোমবার এই মামলার শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্তা ও বিচারপতি সুধাংশু ধূলিয়ার ডিভিশন  বেঞ্চে শুনানি হবে। ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলকে যে আইনি রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট, তা প্রত্যাহারের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে সিবিআই।উল্লেখ্য , ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক  হিংসার অভিযোগ উঠেছিল। মূলত অভিযোগ ছিল রাজ্যের শাসক দলের দিকে। গত বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরের দিন বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল।। ওই ঘটনায় ২৪ জনের নামে মামলা করা হয়। পরবর্তী সময়ে তদন্তভার হাতে নিয়ে সিবিআই দুই তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করে থাকে । তলব করা হয়েছিল অনুব্রত মণ্ডলকেও। তবে ওই ঘটনায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে আইনি রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই ইতিমধ্যেই গরু পাচার মামলায় অনুব্রত কে  গ্রেফতার করেছে। এবার সেই সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলাতেও কেষ্টকে হেফাজতে চায়। অনুব্রত মণ্ডলকে হেফাজতে পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। আজ অর্থাৎ সোমবার সিবিআইয়ের সেই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে অনুব্রত মণ্ডলকে ভোট পরবর্তী হিংসা মামলায় আইনি রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই জিজ্ঞাসাবাদ করলেও কেষ্ট মণ্ডলকে গ্রেফতারের মতো কঠিন পদক্ষেপ করতে পারবে না বলে অন্তর্বর্তী নির্দেশ জারি করে হাইকোর্ট । সেই কারণেই রজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় একাধিক সাক্ষীর বয়ানে অনুব্রত মণ্ডলের নাম উঠলেও তাঁকে হেফাজতে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করতে পারছে না সিবিআই। অনুব্রতকে দেওয়া হাইকোর্টের আইনি রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে আবেদন সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দায়ের করা স্পেশাল লিভ পিটিশন নিয়ে আজ অর্থাৎ সোমবার  সুপ্রিম কোর্টে  শুনানি রয়েছে।

Leave a Reply