এবার বিশ্বভারতী কে লক্ষ টাকার জরিমানা হাইকোর্টের, কিন্তু কেন?

বৈদূর্য ঘোষাল

বুধবার কলকাতা হাইকোর্টে বড়সড় আর্থিক জরিমানার কবলে পড়লেন বিশ্বভারতীর উপাচার্য।  এদিন  বিচারপতি কৌশিক চন্দ এক লক্ষ টাকার জরিমানা  করলেন বিশ্বভারতী কর্তৃপক্ষকে। বিশ্বভারতী  এই অর্থ না দিলে উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীকেই এই টাকা আদালতে জমা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি । আদালত সুত্রে জানা গেছে, ২০২১ সালে বিশ্বভারতীর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ‘চাইল্ড কেয়ারে’র জন্য ছুটি মঞ্জুর করা হয়। অধ্যাপক দেবতোষ সিনহা বিশ্বভারতী কর্তৃপক্ষের নিয়ম মোতাবেকই সেই ছুটির অনুমোদন দেন। এর এক বছর পরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী অধ্যাপক দেবতোষ সিনহাকে চিঠি দিয়ে অভিযুক্ত  করেন, কেন তিনি ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ছুটি মঞ্জুরের অনুমোদন করেছিলেন? এরপরেই ওই চিঠিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অধ্যাপক দেবতোষ সিনহা। তাঁর আইনজীবী সুবীর সান্যাল আদালতে জানান -‘ উপাচার্যের এই চিঠি তাঁর মক্কেলের প্রাপ্য নয়। দেবতোষবাবু কোনও অন্যায় করেননি ছুটি মঞ্জুর করে’। বুধবার এই মামলার সওয়াল জবাব  চলার পর  বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, -‘ উপাচার্যের পাঠানো ওই চিঠি বাতিল করতে হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অনাদায়ে এই জরিমানা পূরণ করতে হবে উপাচার্যকেই’। এখন দেখার এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে আপিল পিটিশন দাখিল করে কিনা বিশ্বভারতী কর্তৃপক্ষ? 

Leave a Reply