এবার কলকাতা পুলিশে আবেদনের সুযোগ মিললো তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের
মোল্লা জসিমউদ্দিন ,
এবার কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর কিংবা লেডি সাব ইন্সপেক্টর পদে আবেদন জানাতে পারবেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগে কলকাতা পুলিশে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের আবেদন করার জন্য আলাদা কোনও জায়গা ছিল না। এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করে থাকেন পল্লবী চক্রবর্তী নামে কলকাতা পুলিশে সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত এক তরুণী।এই মামলা টি বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এজলাসে উঠে। গত ৬ সেপ্টেম্বর বিচারপতি রাজ্য সরকারের কাছে এই বিষয়টি নিয়ে জবাব তলব করে ছিলেন। এই মামলার শুনানি ছিল গত বুধবার। সেখানে আদালত জানিয়ে দিয়েছে, এবার থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও কলকাতা পুলিশে চাকরির জন্য আবেদন করতে পারবেন। হাইকোর্ট জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর রাজ্য সরকার তৃতীয় লিঙ্গের মানুষজনের জন্য এই সিদ্ধান্তের কথা আদালতকে জানিয়েছে। পুলিশে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ নিয়ে এর আগে বড় সিদ্ধান্ত নিয়েছিল ওড়িশা সরকার। সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল পদে আবেদনের জন্য তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের দরখাস্ত জমা দিতে বলা হয়েছিল। ওড়িশা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিল গোটা দেশ। সমাজে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতি মনোভাবে বদল আনতেই সেই পদক্ষেপ নিয়েছিল ওড়িশা সরকার। মাদ্রাজ হাইকোর্টও তৃতীয় লিঙ্গের মানুষজনের কথা ভেবে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল। তামিলনাডু ইউনিফর্মড সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ডকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এবার কলকাতা হাইকোর্টও বড় পদক্ষেপ নিল। এতে বাংলার তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের কর্মসংস্থানের ক্ষেত্রে নুতন সুযোগ এনে দিলো,তা নিসন্দেহে বলা যায়।