শুভ ঘোষ,
আইএএস, আইপিএস, সাংবাদিক, মানবাধিকার কমিশনের পদাধিকারী, প্রভৃতি ছিল জালিয়াতি করতে ভুয়ো তালিকায়। এবার তাতে নবতম সংযোজন মহাকাশ বিজ্ঞান সংস্থা নাসার এজেন্ট। শুক্রবার হাতেনাতে ধরা পড়লেন এক মহিলা। নগদ ২২ হাজার টাকার সাথে কিছু সন্দেহজনক কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ। আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। এয়ারপোর্ট এলাকার বাসিন্দা মধুমিতা সাহা এই জালিয়াতি করতেন বলে অভিযোগ। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। হরিয়ানার নরেন্দ্র সিং নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো নাসার এজেন্ট মধুমিতা সাহার খপ্পরে পড়েন।ধৃত নিজেকে নাসার সুপার এন্টিক মেটাল ডেলিভারি এজেন্ট হিসাবে পরিচয় দিতেন। নারায়ণপুর থানার ডিরোজিও কলেজ চত্বরে লেনদেন ঘটতো বলে পুলিশের দাবি।