এবার আরজিকর দুর্নীতি মামলায় অব্যবহিত চান সন্দীপ ঘোষ, আজ চার্জ গঠন
মোল্লা জসিমউদ্দিন ,
মঙ্গলবার আলিপুর আদালতে সিবিআই এজলাস আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিল। আজ অর্থাৎ বুধবারই চার্জ গঠন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের আইনজীবীরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর নথি নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন। এবার দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চাইলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানি। আগেই নির্ভয়া ধর্ষণ খুনের মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি।এবার এই মামলাতেও। মঙ্গলবার আলিপুর বিশেষ আদালতের বিচারক স্পষ্ট করে দেন, -‘বুধবার এই মামলার চার্জ গঠন হবে। তাই যাঁরা অব্যাহতি চান, তাঁরা আবেদন করতে পারবেন’। বিচারকের এই মন্তব্যের পর সন্দীপ ঘোষ-সহ পাঁচ জন অ্যাবহতি চান মামলা থেকে । এর আগে ধর্ষণ খুন মামলায় অব্যাহতি পাননি সন্দীপ ঘোষ। উল্লেখ্য, এর আগে আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় চার্জগঠন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। তাঁর আর্জি ছিল, -‘হাইকোর্ট সাত দিনের মধ্যে যে চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল, তা পুনর্বিবেচনা করা হোক’। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। তখন বিচারপতি সন্দীপের আইনজীবীর উদ্দেশে বলেছিলেন, ”কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলকে নোটিস পাঠিয়ে আবেদন করুন। নিম্ন আদালতে গিয়ে নিজেদের বক্তব্য পেশ করুন।” এরপরই এই মামলা থেকে অব্যাহতি চেয়ে নিম্ন আদালতে জানালেন সন্দীপ ঘোষ। প্রসঙ্গত, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে প্রথমে আর্থিক দুর্নীতির অভিযোগ আনেন আরজি কর হাসপাতালের নন মেডিক্যাল প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। নির্ভয়া ধর্ষণ খুন কাণ্ডের পর সেই অভিযোগ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। প্রকাশ্যে আসে একের পর এক ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ। চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি, এমনকি মর্গে ডেড বডি নিয়েও দুর্নীতি, বর্জ্য পাচারেরও অভিযোগ ওঠে। এই মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ। সঙ্গে গ্রেফতার হন সুমন হাজরা, আফসার আলি, বিপ্লব সিংহরাও। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ রয়েছে , -‘গতবছর নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে। বিচারে সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে’। এরপরই মামলার চার্জ গঠন নিয়ে তৎপরতা বাড়ে। সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত নির্দেশ দিয়েছে, বুধবারই এই মামলায় চার্জ গঠন করতে হবে।গত বছরের ২৯ নভেম্বর এই দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চার্জশিট দাখিল করেছিল সিবিআই। তবে অভিযুক্তদের মধ্যে সন্দীপ ঘোষ রাজ্য সরকারি কর্মচারী হওয়ায়, এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে চার্জগঠনের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন ছিল। আদালত সূত্রে জানা গেছে , এ বিষয়ে রাজ্য প্রয়োজনীয় অনুমতিও দিয়েছে । অথচ সিবিআই তা আদালতকে জানায়নি বলে অভিযোগ ওঠে। এরপরই কলকাতা হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছিল।এদিকে, কেন রাজ্য চার্জ গঠনের অনুমতি দেওয়া সত্ত্বেও বিশেষ আদালতকে তা জানানো হল না? তার কারণ জানতে চেয়ে সিবিআইকে শোকজ করেছিলেন আলিপুর আদালতের বিচারক। পরে সাতদিনের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দেয় আদালত।আজ অর্থাৎ বুধবার আলিপুর আদালতে সিবিআই এজলাসে আরজিকর দুর্নীতি মামলায় চার্জ গঠন নিয়ে শুনানি রয়েছে।