এবারে ‘লোচনদাস রত্ন’ পাচ্ছেন সঙ্গীত পরিচালক অশোক ভদ্র

পারিজাত মোল্লা,

আগামী ৩ রা মার্চ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের মধুকর প্রাঙ্গণে কুমুদ সাহিত্য মেলা হচ্ছে।সেখানে নানান গুণীজন আসছেন।

ওইদিন বিখ্যাত বৈষ্ণব কবি লোচনদাস স্মরণে দেওয়া হবে ‘লোচনদাস রত্ন’ সম্মান। এবছর এই সম্মান পাচ্ছেন টলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক অশোক ভদ্র মহাশয়। প্রসঙ্গত, পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের মধুকর প্রাঙ্গণেই রয়েছে বৈষ্ণব কবি লোচনদাসের সমাধিস্থল।

Leave a Reply