এন্টালি মর্নিং অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন।

আজ ২৮শে জানুয়ারি ২০২৪ উত্তর কলকাতা ৫৪ নম্বর ওয়ার্ড এন্টালি মর্নিং অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে ১৩ নম্বর গোপ লেনের দুর্গা মাঠে চতুর্থ তম বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই ক্লাবের সম্পাদক রাজা সরকারের উদ্যোগে।আজকে মূলত ১৫০ জন রক্তদাতা রক্তদান করেন।এন্টালি মর্নিং অ্যাথলেটিক ক্লাবের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুজিত কুমার বিশ্বাস,ক্লাবের সম্পাদক রাজা সরকার,ক্লাবের ট্রেজার অলক রায়,সিটি কেবিল এর কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয়,প্রাক্তন ফুটবলার দীপঙ্কর রায়,৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব আমিরুর্দ্দিন ববি,এন্টালি বিধায়ক স্বর্ণকমল সাহা,বিশিষ্ট আইনজীবী বিশ্বজিৎ দেব,৫৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা,আরো অনেক বর্গ উপস্থিত ছিলেন।

উত্তর কলকাতার এন্টালি থেকে শুভ ঘোষের রিপোর্ট

Leave a Reply