এনসিবির মেসের খাবার খাচ্ছেন শাহরুখ পুত্র
জ্যোতিপ্রকাশ মুখার্জি ,
মাদক কান্ডে ধৃত শাহরুখ পুত্র বর্তমানে এনসিবির হেফাজতে রয়েছেন। ৭ অক্টোবর ফের পেশ করা হবে আদালতে। , শাহরুখকে এনসিবি হেফাজত থেকে এজলাশে তোলা, ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় নানা পোশাকে দেখা যাচ্ছে। ব্যাপারটা কী? জানা গেল, শাহরুখ খান বাড়ি থেকে কয়েক সেট জামাকাপড় দিয়ে গিয়েছেন ছেলেকে। এনসিবি কর্তারা আরিয়ানকে গ্রেফতার করে ‘নেতা, অভিনেতা, কার ছেলে দেখা হবে না’ বলে যে স্পষ্ট বার্তা দিয়েছেন, বাস্তবেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। খাবারদাবারের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাচ্ছেন না আরিয়ান। বাড়ি থেকে আলাদা খাবার আনাতে গেলে আদালতের বিশেষ অনুমতি আদায় করতে হবে। কিং খানের ছেলেকে বিশেষ খাতির করা হচ্ছে না। তিনি এনসিবি মেস থেকে পাঠানো খাবারই খাচ্ছেন। তাঁকে, বাকিদের সঙ্গে বসিয়ে টানা জেরা করে যাচ্ছেন এনসিবি গোয়েন্দারা। একাধিক রিপোর্টে বলা হচ্ছে, তাঁদের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছেন আরিয়ান। প্রথমে তিনি কান্নায় ভেঙে পড়েন বলে শোনা যাচ্ছিল। তবে পরে নিজেকে খানিকটা সামলে নিয়ে সব প্রশ্নেরই নাকি জবাব দিচ্ছেন তিনি। এমনকী চার পৃষ্ঠার একটি লিখিত বিবৃতিও দিয়েছেন প্রশ্নকর্তাদের। গত চার বছর ধরে মাদক নেওয়ার কথা নাকি স্বীকারও করেছেন। রিপোর্টে প্রকাশ, যারা গ্রেফতার হয়েছে এবং যে দুই ড্রাগ পেডলার বর্তমানে এনসিবির হেফাজতে আছে, তারা সবাই পরস্পরের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তারা নাকি হোয়াটসঅ্যাপে চ্যাট করত কোড নাম ব্যবহার করে। এনসিবি গতকাল আদালতে জানায়, আরিয়ান ও বাকি দুজনের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ‘মারাত্মক, চমকে দেওয়ার’ মতো তথ্য মিলেছে, যাতে আন্তর্জাতিক মাদক চোরাচালানের স্পষ্ট ইঙ্গিত রয়েছে। যদিও আরবাজের বাবা সংবাদমাধ্যমকে সাফ জানিয়েছেন, মাদক সংক্রান্ত কোনও হোয়াটসঅ্যাপ চ্যাটই নেই। ওই প্রমোদতরীতে যাওয়ার কথা হয়েছিল একেবারে শেষ মুহূর্তে। ওদের আমন্ত্রণ করা হয়েছিল। ও আমার সঙ্গে ব্রেকফাস্ট করে, ডিনার খাবে বলেও কথা ছিল। রিপোর্টে প্রকাশ, গোয়েন্দারা জানতে চাইছেন, আরিয়ান, আরবাজের সঙ্গে ড্রাগ পেডলারদের যোগাযোগ কতদিনের। এক্ষেত্রে কোনও আন্তর্জাতিক মাদক চক্রের ভূমিকা আছে কিনা, তাও জানতে চান তাঁরা। এদিকে এনসিবি মুম্বই, নভি মুম্বইয়ে তল্লাশি অভিযান বহাল। আরও বেশ কয়েকজন গ্রেফতার হতে পারে। সেদিনের প্রমোদতরীর মালিকরাও এনসিবির সন্দেহের তালিকার বাইরে নেই।শেষপর্যন্ত আদৌও আন্তর্জাতিক মাদক কারবারিদের পাকরাও করতে পারে কিনা এনসিবি, তা নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন মত উঠে আসছে।