এনকেডিএর প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ, মামলা হাইকোর্টে 

মোল্লা জসিমউদ্দিন, 

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে রাজ্যের  প্রাক্তন আমলা দেবাশিস  সেনের বিরুদ্ধে স্বজন পোষণ সংক্রান্ত মামলা।সরকারি জায়গা দেওয়া নিয়ে স্বজন পোষনের অভিযোগ উঠল নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির (এনকেডিএ) প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেনের বিরুদ্ধে। এই মামলার অভিযোগ শুনে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন , ‘অভিযোগ ২০ শতাংশ সত্যি হলে তা যথেষ্ট গুরুতর।’সরকারি জায়গা নিয়ে স্বজন পোষণের অভিযোগ। মেলা ও দুর্গাপুজো করার জন্য সব বিধি ভেঙে নিজের স্ত্রীকে সরকারি মেলা গ্রাউন্ড পাইয়ে দেওয়া সহ নানা সুবিধা দেওয়ার অভিযোগ।বৃহস্পতিবার এই মামলার শুনানি চলে । প্রধান বিচারপতির নির্দেশ, -‘দুর্গা পুজো ও মেলা করার জন্য মামলাকারীর আবেদন খতিয়ে দেখতে হবে এনকেডিএ-কে’।মামলাকারী বরুণ বিশ্বাস অভিযোগ করেছেন, -‘ তিনি মেলার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাঁকে মাঠ দেওয়া হয়নি। অথচ নিজের স্ত্রীকে ৩ লক্ষ টাকার মাঠ মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে ব্যবহার করতে দিয়েছেন’। এদিন এই মামলার শুনানি  চলাকালীন প্রধান বিচারপতি জানিয়েছেন , -‘ মামলাকারী যা অভিযোগ করছেন, তার যদি ২০ শতাংশ সত্যি হয় সেটাও যথেষ্ট গুরুতর। কোন নিয়মে সরকারি জমি ৩ লক্ষ টাকার জায়গায় ৩০ হাজার টাকায় দিয়েছেন? এর ব্যাখ্যা অভিযুক্তকে দিতে হবে’। প্রধান বিচারপতি আরও বলেছেন, কেউ চেয়ারম্যান থাকলে তাঁর পরিবার আবেদন করতেই পারেন না’। প্রধান বিচারপতি বলেন, “উনি অবসর নিয়েছেন। এরপর রাজ্য তাঁকে আরও একটা অ্যাসাইমেন্ট দিয়েছে? এই গুলো রাজ্যের প্রাইম এরিয়া। এতে জনগণের অধিকার রয়েছে।”অপরদিকে, এনকেডিএ-র আইনজীবী  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে  সওয়াল করে জানান, “এটা নিয়ে জনস্বার্থ মামলা হলে আমরা উত্তর দেব।মামলাকারী কখনই যে এলাকায় পুজো হয় সেখানে বলেনি পুজো করবেন। হিডকো বাতিল করে দেয়, কারণ একই চত্ত্বরে অন্য অনেক পুজো হয়। শুধুমাত্র তাকেই অনুমতি দেওয়া হচ্ছে না এটা তাঁর ভুল ভাবনা”। এর পাল্টা প্রধান বিচারপতি বলেন , “চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা যদি সত্যি হয় এবং অন্যকে আবেদন করা সত্ত্বেও যদি নিজের স্ত্রীকে ওই জমি দিয়ে থাকেন,তাহলে সেটা ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট।” এরপর প্রধান বিচারপতির  নির্দেশ, “আপাতত এই মামলায় আবেদনকারী দুর্গা পুজো ও মেলা করার জন্য যে সব আবেদন করেছেন তার অনুমতি দেওয়ার বিষয় খতিয়ে দেখতে হবে এনকেডিএ-কে”।এই মামলায় দাবি করা হয়েছে তার ক্ষমতার অপব্যবহার করেছেন ওই প্রাক্তন আমলা ।অভিযোগ শুনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘মামলাকারী যা অভিযোগ করছেন তার ২০ শতাংশ যদি সত্যি হয় তবে তা যথেষ্ট গুরুতর। কী ভাবে তিনি তিন লক্ষ টাকার সরকারি জমি ৩০ হাজার টাকায় ব্যবহারের জন্য দিলেন? এর ব্যাখ্যা আদালতকে তাঁকে দিতে হবে।’প্রধান বিচারপতি আরও বলেন, ‘পাবলিক ল্যান্ড’ নিয়ে যদি এই ধরনের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেক্ষেত্রে তার বিচার করতে হবে। কিন্তু, যেহেতু প্রাক্তন চেয়ারম্যানকে এই মামলায় যুক্ত করা হয়নি, সেই জন্য তাঁকে এবং তাঁর স্ত্রীকে মামলায় যুক্ত করা উচিত।’বর্তমানে এনকেডিএ-এর চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি দায়িত্ব নেন। তাঁর আগে দীর্ঘদিন ধরে ওই পদে ছিলেন প্রাক্তন দেবাশিস সেন।

Leave a Reply