‘এখনই মেধাতালিকা প্রকাশ নয়’, প্রাথমিক শিক্ষা পর্ষদ কে সুপ্রিম কোর্ট 

মোল্লা জসিমউদ্দিন, 

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট  জানিয়েছে, -‘  এখনই মেধাতালিকা প্রকাশ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ২২ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে’। প্রাথমিকে প্রায় ১১ হাজার শূন্যপদ রয়েছে।ওই পদে নিয়োগের জন্য গত বছরের সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা  পর্ষদ। বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছিল, -‘টেট উত্তীর্ণ ২০২০-২০২২ শিক্ষাবর্ষে প্রশিক্ষণরত ডিএলএড প্রার্থীরা এবং ওই কোর্সের প্রথম বর্ষের উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন’। পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের হয়েছিল। সেসময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাকারীদের আবেদন খারিজ করে পর্ষদের সিদ্ধান্ত কে মান্যতা  দেন। এ ব্যাপারে মামলাকারীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলে কলকাতা হাইকোর্টের  বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয়। ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, -‘প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না’। এই সংক্রান্ত মামলায় গত বছরের ২৮ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছিল, -‘ আদালতের নির্দেশ ছাড়া পর্ষদ নিয়োগের মেধাতালিকা প্রকাশ করতে পারবে না’। ডিভিশন বেঞ্চের ওই নির্দেশই  সোমবার  বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

Leave a Reply