এক্সক্লুসিভ প্রোডাক্ট লাইনের সঙ্গে ডিজাইন ও প্রযুক্তির বিরাট প্রদর্শনীর আয়োজন করল আলট্রাভায়োলেট; প্রকাশ করল বিশ্বের সবচেয়ে উন্নত বৈদ্যুতিক স্কুটারটেসার‍্যাক্

● কলকাতায় লঞ্চ করল প্রবাদপ্রতিম পারফরম্যান্স মোটরসাইকেল – F77 MACH 2 আর F77 SuperStreet।
● দুটো নতুন প্রোডাক্ট প্রকাশ করল: ‘টেসার‍্যাক্ট’-পৃথিবীর প্রথম র‍্যাডার ইন্টিগ্রেটেড বৈদ্যুতিক স্কুটার আর ‘শকওয়েভ’ – মোটরসাইকেল।
● আলট্রাভায়োলেট F77 MACH 2 আর F77 SuperStreet-এ আছে এই সম্ভারের সেরা স্পেসিফিকেশন।
o শিল্পক্ষেত্রের সেরা ৩২৩ কিলোমিটারের IDC রেঞ্জ- এশিয়ার যে কোনো প্রোডাকশন বৈদ্যুতিক দুই চাকার গাড়ির সর্বোচ্চ রেঞ্জ।
o শিল্পক্ষেত্রের নেতৃস্থানীয় ১০০এনএম টর্ক এবং ১৫৫ কিলোমিটার/ঘন্টার সর্বোচ্চ গতি।
o ডায়নামিক স্টেবিলিটি কন্ট্রোল (DSC) আর ১০ লেভেলের রিজেনারেটিভ ব্রেকিং, ডুয়াল চ্যানেল ABS অ্যান্ড ট্র্যাকশন কন্ট্রোল – পৃথিবীর যে কোনো বৈদ্যুতিক মোটরসাইকেলে এই জিনিসগুলি এই প্রথম।
o বিশ্বের প্রথম ৮০০,০০০ কিলোমিটার/৮ বছর ব্যাটারি ও ড্রাইভট্রেন ওয়ারেন্টি, সঙ্গে UV Care MAX প্রোগ্রাম।
এবছর কলকাতায় একটা নতুন 3S এক্সপিরিয়েন্স সেন্টার চালু করা হবে।

কলকাতা, এপ্রিল ৮, ২০২৫ – ‘ফাস্টেস্ট ইন্ডিয়ান মোটরসাইকেল’ নির্মাতা আলট্রাভায়োলেট আজ কলকাতায় গর্বের সঙ্গে তার অত্যাধুনিক প্রোডাক্ট সম্ভার চালু করার কথা ঘোষণা করল।

তেরোটা শহর জুড়ে জোরালো উপস্থিতির সঙ্গে সঙ্গে এই প্রদর্শনী আলট্রাভায়োলেটের অসাধারণ যাত্রার আরও এক মাইলফলক হয়ে দাঁড়াল এবং সারা ভারতের ক্রেতার প্রতি তার একনিষ্ঠতা তুলে ধরল।

কলকাতার ক্রেতারা এবার আলট্রাভায়োলেটের প্রযুক্তিগতভাবে উন্নত এবং কর্মদক্ষতাভিত্তিক দুই চাকার গাড়ির অভিজ্ঞতা পাবেন। এই গাড়ি বহুকাল ধরে সারা দেশের ক্রেতাদের মুগ্ধ করে রেখেছে। ক্রেতা পরিষেবা আরও উন্নত করার অঙ্গ হিসাবে আলট্রাভায়োলেটও এবছর কলকাতায় তাদের অত্যাধুনিক এক্সপিরিয়েন্স সেন্টার প্রতিষ্ঠা করতে চলেছে। এই 3S এক্সপিরিয়েন্স সেন্টার সার্বিক মালিকানা পরিষেবা দেবে, যা কলকাতা এবং সংলগ্ন এলাকার ক্রেতাদের জন্য অতুলনীয় অভিজ্ঞতা নিশ্চিত করবে।

Leave a Reply