একুশে জুলাই সমাবেশকে সফল করতে তৃণমূলের অভিনব প্রস্তুতি ভাতারে। দীর্ঘ প্রায় ৯ কিলোমিটার পথ পায়ে হেঁটে একুশের সমাবেশকে সাফল্যমন্ডিত করার লক্ষ্য তৃণমূল কর্মীদের। পূর্ব বর্ধমানের ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নেতৃত্বে রবিবার ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রতনপুর গ্রাম থেকে পদযাত্রা শুরু করেন তৃণমূল কর্মীরা। কামারপাড়া ভাতার রোড ধরে নয় কিলোমিটার পথ পদযাত্রায় অংশ নেন হাজার হাজার তৃণমূল কর্মী। ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি সাহা, ব্লক যুব তৃণমূলের সভাপতি অমিত কুমার হুই, সহ-সভাপতি জুলফিকার আলী, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম সহ অন্যান্যরা। পদযাত্রাটি ভাতার বাজার নাসিগ্রাম মোড়ে শেষ হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে একুশে জুলাইয়ের তাৎপর্য বিশ্লেষণ করেন তৃণমূল নেতৃত্ব। বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, একুশে জুলাই তৃণমূল কর্মীদের কাছে একটি আবেগের দিন। সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন তৃণমূল কর্মীরা। তবে এবারের একুশে জুলাই রেকর্ড সংখ্যক কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন। লোকসভা নির্বাচনে তৃণমূলের জয় জয়কার তৃণমূল কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ভাতার ব্লক থেকে প্রায় দশ হাজার কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানান বিধায়ক।

পাশাপাশি ভাতারের নাসিগ্রাম মোড়ে পথসভায় থেকে সিপিএম থেকে তৃণমূলে যোগদান করেন সিপিআইএমের এক নির্বাচিত সদস্য সহ বেশ কিছু সিপিএম ও বিজেপি কর্মী। জানা গেছে ,ভাতাড় ব্লকের বড়বেলুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর সংসদের নির্বাচিত সিপিআইএমের সদস্য মনিরুদ্দিন মোল্লা ভাতার ব্লক নেতৃত্বের কাছে তৃণমূলে যোগদানের আবেদন জানিয়েছেন। আলোচনার পর অবশেষে রবিবার ভাতার নাসিকগ্রাম মোড়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে সিপিআইএমের নির্বাচিত সদস্য সহ বেশ কিছু সিপিআইএম ও বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান করান তৃণমূল নেতৃত্ব। যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। দলত্যাগী সিপিআইএমের নির্বাচিত সদস্য মনিরুদ্দিন মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তৃণমূলের উন্নয়নের কর্মকাণ্ডে শামিল হতে তাঁর এই যোগদান । যদিও মনিরুদ্দীনের এই যোগদান সিপিআইএম দলে কোন প্রভাব পড়বে না বলে জানান সিপিএম নেতৃত্ব। রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার বলেন, যোগদানকারীদের বর্তমানে তৃণমূলের প্রাথমিক সদস্য পদ হিসাবে গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে দলীয় স্তরে আলোচনার পর তাদের দলীয় সাংগঠনিক কাজের দায়িত্ব দেওয়া হবে।

ভাতাড় থেকে সেখ মিলন এর রিপোর্ট

Leave a Reply