কলকাতা (২৩ মার্চ ‘২৫):- সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল ‘একাদশ সুতানুটি সর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’।
‘এ ডি মুভিজ ইন্টারন্যাশনাল’-এর পরিচালনায় গত ২০ মার্চ থেকে কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হল স্বল্পমেয়াদি এই চলচ্চিত্র অনুষ্ঠান।
প্রদর্শনীর শেষে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ‘এ ডি মুভিজ ইন্টারন্যাশনাল’-এর নির্দেশক অজয়বরণ দে জানিয়েছেন, “এই বছর প্রদর্শনীর জন্য মোট ৬০ টা ছবি জমা পড়েছিল, যার মধ্যে থেকে ৪৫ টা ছবিকে বেছে নিয়ে প্রদর্শিত হল স্বল্প দৈর্ঘ্যের এই চলচ্চিত্র উৎসব।
উৎসবের শেষে ‘একাদশ সুতানুটি সর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এর চেয়ারম্যান সমীরণ চক্রবর্তী ও প্রেসিডেন্ট অনির্বাণ সামন্ত এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “উৎসবে ‘তথ্যচিত্র’ ও ‘স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র’ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর বাইরে বিভিন্ন বিভাগ মিলিয়ে আরো ২২ টা পুরস্কার প্রদান করা হয়েছে।”
একাদশ সুতানুটি সর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ চিত্র সমালোচকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে বাদল সরকারের কাহিনি, চিত্রনাট্য ও নির্দেশিত এবং ‘হরি ওম রিক্রিয়েশন’ এবং ‘বর্ণালী ভয়েস টেক স্টুডিও’ প্রযোজিত ১৬ মিনিটের কাহিনীচিত্র ‘জীবন্ত বস্তু’। এই কাহিনীচিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আনন্দ চক্রবর্তী ও দীপান্বিতা দাস, সোনালী জানা-র অভিনয় বিশেষ প্রশংসা কুড়িয়েছে।